বাসচালকের আসনের নিচে অস্ত্র-গুলি, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে বাসচালকের আসনের নিচে লুকিয়ে রাখা ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাসচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর গ্রামের জনি (২৮), তাঁর সহকারী শিবগঞ্জের ছত্রাজিতপুরের রুবেল হোসেন (২২) ও সুপারভাইজার কুষ্টিয়ার দৌলতপুরের শামীম হোসেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কানসাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে আরপি পরিবহনের বাসটি জব্দ করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি। আটক ব্যক্তিদের আজ সোমবার দুপুরে আদালতে নেওয়া হবে।