কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
দৌলতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। আজ সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রোকন মণ্ডল উপজেলার কামালপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের সময় তাঁর স্ত্রী লাইলী আক্তার নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী মামলার বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে ভ্যানচালক রোকন মণ্ডল জুয়া খেলে টাকা হেরে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে রোকন স্ত্রীকে বাড়ির পাশে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ নর্দমায় ফেলে দেয়। দুদিন পর লাইলীর গলিত লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের বাবা লাল চাঁদ একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পুলিশ রোকনকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম গালীব।