নাশকতার মামলায় সাত শিবিরকর্মীর ২০ বছরের সাজা
রংপুরে একটি নাশকতার মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর কামরুজ্জামান এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিদের পাঁচজন পলাতক ও দুজন কারাগারে আটক আছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ মার্চ রাতে অভিযান চালিয়ে নগরীর কলেজ রোডের একটি ছাত্রাবাস থেকে ককটেল, কোমল পানীয়ের বোতলে ভরা পেট্রল ও দেশীয় অস্ত্রসহ দুই শিবিরকর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এ মামলায় সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ মামলার রায়ে শিবিরকর্মী আহসান হাবিব, মোস্তফা কামাল, মেহেদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মাইনুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার করে টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আহসান হাবিব ও মোস্তফা কামাল আদালতে উপস্থিত থাকলেও বাকি পাঁচজন পলাতক রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আইনুন্নাহার পাপড়ি ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন কাওছার আলী।