বশিরুল কাদের সভাপতি, খোরশেদ আলম সাধারণ সম্পাদক
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রবীণ আইনজীবী এসএম বশিরুল কাদের সভাপতি ও আলহাজ খোরশেদ আলম ভূইয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
গতকাল সোমবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শাখাওয়াত হোসেন, সহসম্পাদক এ কে এম নুরুল ইসলাম নুরুন্নবী, সহসম্পাদক (লাইব্রেরি) মাহিবুর রহমান ভূঁইয়া বেদন, কোষাধ্যক্ষ সাদেকুর রহমান গাজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নূর মোহাম্মদ খান স্মরণ।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. রাশেদুল মৃধা, শেখ মো. সাইফুল্লাহ, মো. আমিরুল ইসলাম ও আহমুদুল হক নয়ন।
নির্বাচনে মোট ২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। কোনো রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৬২ জন ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সোমবার মধ্য রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শহিদুল্লাহ শিকদার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এম এ এন অলিউল্লা ও মো. হাবিবুল্লা শিকদার। সহকারী নির্বাচন কমিশনার কো-অব সদস্য ছিলেন মো. শাজাহান ও আব্দুল্লাহ আল মামুন।
ফলাফল ঘোষণার সময় বারের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ ভোটারদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।