খেলতে গিয়ে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাস্তায় খেলতে গিয়ে ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুনভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাইদুল ইসলাম (৬)। সে সীমান্তবর্তী উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের নতুনভাঙা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথরকোয়ারি থেকে একটি ট্রাক্টর পাথর নিয়ে হাদারপাড় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের নতুনভাঙা গ্রামে রাস্তায় খেলতে থাকা শিশু সাইদুলকে চাপা দেয় ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশু সাইদুল কয়েকটি শিশুর সাথে রাস্তায় খেলছিল। ওই সময় ট্রাক্টরচাপায় তার মৃত্যু হয়। মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
এর আগে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাটের পীরেরবাজারে ট্রাক্টরচাপায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।