র্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘দুর্বৃত্তদের গোলাগুলির’ পর এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়ছে। আজ বুধবার উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় চক আলমপুরে এ ঘটনা ঘটে।
নিহত মিলন রামচন্দ্রপুরহাটের আব্দুস সালামের ছেলে। তবে তাঁর মায়ের দাবি, মিলনকে ১৩ দিন আগেই র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার অলক বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-৫ এর একটি দল আসামি ধরতে চক আলমপুরে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় র্যাব গুলি চালালে দুর্বৃত্তরা পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে র্যাব একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি ও চারটি ককটেল উদ্ধার করে।
ঘটনার পর স্থানীয়রা ওই এলাকায় একজনের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তবে মিলন র্যাবের গুলিতে নাকি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি র্যাব কর্মকর্তা অলক বিশ্বাস।
এদিকে নিহত মিলনের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, ১৩ দিন আগে ঢাকার মিরপুর এলাকা থেকে মিলনকে র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, মিলন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।