২২ দিন আটকে রেখে শিশুকে ধর্ষণের অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়, ২২ দিন আগে তাকে অপহরণ করে নিয়ে যায় রথীন্দ্র নমশূদ্র (২১) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে শিশুটি পালিয়ে বাড়ি ফিরে আসে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বুধবার শিশুটির পরিবার রথীন্দ্র নমশূদ্র ও বিজয় নমশূদ্রকে (৩০) আসামি করে মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে বলা হয়, বিজয়ের বাড়িতে কাজ করত রথীন্দ্র। বিজয়ের সাহায্য নিয়ে গত ৯ নভেম্বর শিশুটিকে অপহরণ করে রথীন্দ্র। এরপর ২২ দিন শিশুটিকে নিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে এবং শিশুটি ধর্ষণের শিকার হয়।
গত সোমবার শিশুটি পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার মেয়েটি বাড়ি ফিরে আসে।