লক্ষ্মীপুরে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে নিজ বাড়ি থেকে এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. রাহুল (২৭)। তিনি রায়পুর শহরের একটি দোকানের কর্মচারী ছিলেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রাহুল ওই গ্রামের কাতারপ্রবাসী আবু ছায়েদের ছেলে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গতকাল রাতে রাহুলকে তাঁদের বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
এসআই আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।