লালমনিরহাট পৌরসভায় প্রার্থী খুঁজে পায়নি জাপা
লালমনিরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি নিজেদের মনোনীত প্রার্থী দিয়েছে। কিন্তু এক সময়ের জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এই পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে কোনো প্রার্থী দিতে পারেনি দলটি।
তবে জেলার পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। দলের ভঙ্গুর অবস্থার কারণেই দলটি কোনো প্রার্থী খুঁজে পায়নি বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন প্রার্থী সংকটের কথা স্বীকারও করেছেন।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয়পার্টির পক্ষে কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
জানতে চাইলে জাতীয় পার্টির নেতা এস কে খাজা মঈন উদ্দিন বলেন, এবার ভোট নিয়ে বড় সংশয় আছে। এই বাস্তবতায় দলের হয়ে কেউই মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাননি।