জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র
জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দল না হওয়ায় বিভিন্ন স্থানে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে মেয়র পদপ্রার্থী অনেক নেতাও মামলার আসামি হওয়ায় প্রকাশ্যে নেই। আত্মগোপনে থেকেই তাঁরা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের নেতারা। এর বাইরে কাউন্সিলর পদেও দলটির নেতারা বিভিন্ন পৌরসভায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের শক্তিশালী সংগঠন রয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেলার সদর আসনের সংসদ সদস্য ছিলেন জামায়াত নেতা লতিফুর রহমান। এ ছাড়া উপজেলা পর্যায়েও তৃণমূল পর্যন্ত দলটির বিস্তৃতি রয়েছে।
তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতায় ঘটনায় দায়ের করা মামলায় অসংখ্য নেতা-কর্মীকে আসামি করা হয়। এরপর থেকেই দলটির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন আত্মগোপনে।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম মেয়র পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও জামায়াত যেন এখানে নির্বাচন করতে পারে এ জন্য জামায়াত নেতা আব্দুস সবুরও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া শিবগঞ্জ পৌরসভায় মেয়র জামায়াত প্রার্থী করেছে জাফর আলীকে। নাচোলে প্রার্থী হয়েছেন জামায়াত নেতা রফিকুল ইসলাম আর রহনপুরে মেয়র পদে প্রার্থী হয়েছেন জামায়াত নেতা মিজানুর রহমান।
তবে নির্বাচন নিয়ে কথা বলতে জামায়াতের কয়েকজন নেতার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
এদিকে গতকাল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চার পৌরসভায় মেয়র পদে ২৩ জন, কাউন্সিলর পদে ২১২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। আওয়ামী লীগ, বিএনপির মনোনীত প্রার্থীদের বাইরে অনেক ‘বিদ্রোহী’ প্রার্থীও তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৮৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামিউল হক লিটন, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক আতাউর রহমান, জাসদ মনোনীত প্রার্থী মানিরুজ্জামান মনির, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহজাহান আলী, স্বতন্ত্র অধ্যাপক নজরুল ইসলাম (জামায়াত নেতা), স্বতন্ত্র আব্দুস সবুর (জামায়াত নেতা), স্বতন্ত্র মাওলানা আব্দুল মতিন (বিএনপি নেতা ও বর্তমান মেয়র), স্বতন্ত্র শাহনেওয়াজ খান সিনা ( বিএনপি নেতা)।
সূত্র জানিয়েছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল মতিন ও শাহনেওয়াজ খান সিনা প্রার্থী হয়েছেন। বিএনপির মনোনয়নবঞ্চিত মাওলানা মতিনের অভিযোগ, বিএনপি নেতা হারুন-পাপিয়ার অপতৎপরতার কারণে তিনি দলীয় মনোনয়ন থেকে বঞ্ছিত হয়েছেন।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘এসব বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। সিনা বিএনপি থেকে নিজেই অব্যাহতি নিয়েছেন। কাজেই তাঁর তো বিএনপির নাম ব্যবহারের আর কোনো সুযোগ নেই।’
শিবগঞ্জ পৌরসভা
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েন খান, বিএনপি মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জাফর আলী (জামায়াত নেতা), স্বতন্ত্র প্রার্থী কারিবুল হক রাজিন (শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), স্বতন্ত্র প্রার্থী ইমান আলী (শিবগঞ্জ পৌর আাওয়ামী লীগের সহসভাপতি)।
এ ছাড়া এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নাচোল পৌরসভা
নাচোল উপজেলা পরিষদ কার্যালয়ে নাচোল পৌরসভার রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু, বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তোহিদুল ইসলাম শাহিন, স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চৌধুরী (বর্তমান মেয়র ও এক সময়ের জাতীয় পার্টি নেতা), স্বতন্ত্র রফিকুল ইসলাম ( জামায়াত নেতা)।
এ পৌরসভায় কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রহনপুর পৌরসভা
রহনপুর পৌরসভা নির্বাচনে কম সংখ্যক মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী তারিক আহমেদ, স্বতন্ত্র মিজানুর রহমান (জামায়াত নেতা) মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ পৌরসভায় কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।