ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় গোলাম নূর (১৭) নামের এক সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনাহার ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম নূর উপজেলার সোনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গোলাম সাইকেলযোগে বটতলী গ্রামের কাঁচা রাস্তা থেকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সে রাস্তা থেকে সাইকেলসহ ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।