পানের বরজে গাঁজা!
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিনব কৌশলে গাঁজার চাষের সন্ধান পাওয়া গেছে। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি মামলার পর বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটির সাইফুল ইসলামের (৪৫) পানের বরজে গাঁজা চাষের সন্ধান পায় পুলিশ।
গোপনে সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর আলম সিদ্দিকী ওই পান বরজে অভিযান চালান। এ সময় ৮/১০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সাইফুল ইসলামের নামে মামলা হয়। বর্তমানে তিনি পলাতক।
পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনা পুলিশকে নতুন এক অনুসন্ধানের সুযোগ দিয়েছে। এখন থেকে প্রত্যেকটি পানের বরজে নিয়মিত অভিযান চালানো হবে।