কুষ্টিয়ায় ৫ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
কুষ্টিয়ার চার পৌরসভায় পাঁচ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়।
জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ার পাঁচ পৌরসভার মধ্যে আজ চারটির মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল খালেক ও জাতীয় পার্টির কে এম জাহিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ভেড়ামারা পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আজগর আলী ও মিরপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাইফুল হক খান ফারুক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে, খোকসা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচজনের প্রার্থীতাই বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া চার পৌরসভায় বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর প্রার্থিতাও বাতিল করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
আগামীকাল রোববার জেলার কুমারখালী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে।