পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া ইসলামের জন্য হুমকি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যার ফলে হুমকির মুখে পড়ছে ইসলামের নিরাপত্তা।
আজ শনিবার সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা নিয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন আইজিপি।urgentPhoto
শহীদুল হক বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, আয়াতের খণ্ডিত অংশ পড়ে পুরো আয়াত না বুঝে, আগে পিছে না বুঝে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে, তরুণ যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে, জঙ্গিবাদের সৃষ্টি করা হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের দেশের নিরাপত্তার জন্য এবং ইসলামের নিরাপত্তার জন্য হুমকি।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হবে। এটাকে বিকৃত করে জননিরাপত্তার হুমকি, মানুষ হত্যা এটা বন্ধ করতে মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য।’
আইজিপি উল্লেখ করেন, সরকার ধর্মের কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় না। ওই সময় তিনি জুমার নামাজ ও ওয়াজ মাহফিলে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিতে ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানান।