মুন্সীগঞ্জে মুক্তিপণ দিয়ে শিশু উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি গ্রাম থেকে অপহৃত শিশু রুহানা আক্তার রিমাকে (৩) মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৩৪ ঘণ্টা পর গতকাল বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সৌদি আরবপ্রবাসী মো. রোকন প্রধানের মেয়ে রুহানা গ্রামের মসজিদের পাশে খেলতে গিয়ে গত মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস হোসেন জানান, ঘটনাটি জানার পর তিনি পরিদর্শক (তদন্ত) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দলকে উদ্ধার অভিযানে পাঠান। তাঁরা কৌশলে মুক্তিপণের টাকার প্রলোভন দেখিয়ে অপহরণকারীকে মদনপুরে আসতে বলেন। পরে অপহরণকারী দলের এক সদস্য মদনপুর থেকে ছয় লাখ টাকা নিয়ে চলে যায়। আরেক সদস্য রিমাকে ফিরিয়ে দিতে এলে পুলিশ সদস্যরা তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ফেরদাউস জানান, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম ফরিদা বেগম (৪৫)। তিনি শিশু রিমার ফুফু। তিনি আরো বলেন, পুলিশ ফরিদাকে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এর আগে রিমা অপহরণের ঘটনায় তার মা লিজা বেগম বাদী হয়ে গতকাল বুধবার রাতে গজারিয়া থানায় একটি অপহরণের মামলা করেন।