মনোনয়ন বাতিলের পর যুবলীগ নেতার মৃত্যু
মনোনয়ন বাতিলের খবর শুনে অসুস্থ হয়ে টাঙ্গাইলের গোপালপুর পৌরনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. এনামুল হক মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এনামুল হক গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
এর আগে আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এনামুল হকের সমর্থনকারী এক ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। দলের মনোনয়ন না পেয়ে এনামুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল হুদা জানান, এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর না দিয়ে সমর্থনকারীর মায়ের স্বাক্ষর দেওয়া হয়েছিল।
এদিকে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে বিকেল সাড়ে ৫টায় এনামুল বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।