পিরোজপুরে সিআইডির নতুন কার্যালয়ের উদ্বোধন
চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পিরোজপুরে উদ্বোধন করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন কার্যালয়। আজ শনিবার দুপুর ১২টায় ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ সিআইডি বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন। সারা দেশে ৪৫টি পুলিশ সুপার কার্যালয়ের বর্ধিত প্রকল্পের আওতায় প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে সিআইডির নতুন এই কার্যালয়টি নির্মিত হয়।
আজ শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়ালিদ হোসেন এবং জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।