পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার : হানিফ
পৌরসভা নির্বাচনের ব্যাপারে বিএনপির আশঙ্কার প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি নির্বাচন সুষ্ঠু হবে না বলে নানা ধরনের মিথ্যাচার করে। আজ রোববার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, গেল বরিশাল সিটি নির্বাচনের দিন বিকেলেও ভোট নিয়ে অভিযোগ তুলেছিল বিএনপি। তবে ভোট গণনার পর তারা যখন জিতল, তখন তারা বলল ভোট সুষ্ঠু হয়েছে। মিথ্যাচার করা বিএনপির পুরোনো অভ্যাস। ফলে এটা আমলে নেওয়ার কিছু নেই।
আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপির সামনে সরকারের বিরুদ্ধে বলার বা অভিযোগ করার কিছুই নেই। সেই কারণে তারা নির্বাচনকে সামনে নিয়ে মিথ্যাচারের ধুয়া তুলে জনগণ ও ভোটারদের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
আজই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের স্বার্থেই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তবে নির্বাচন কমিশনের ভূমিকায় নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না তাঁর বলেও মন্তব্য করেন তিনি।