চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী নেতা শাহ নেওয়াজ খান সিনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিকারী বিএনপির এ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, নাচোল ও রহনপুর পৌরসভার অন্যান্য মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চার পৌরসভায় মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ২২ জন।