পাঁচ স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
কুষ্টিয়ার পাঁচ পৌরসভায় মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা এই চার পৌরসভায় মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে পাঁচজন স্বতন্ত্র মেয়রের প্রার্থিতা বাতিল হয়। তবে বড় কোনো দলের মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়নি। এর ফলে কুষ্টিয়ার পাঁচ পৌরসভায় মোট ৩০ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ২৫ জনের প্রার্থিতা টিকে থাকল।
এ ছাড়া আজ কুমারখালী পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা দত্তের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই পৌরসভায় মেয়র পদে জমা দেওয়া পাঁচজনকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। প্রার্থিতা যাছাই-বাছাইয়ের সময় কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার উপস্থিত ছিলেন।