ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ দগ্ধ ২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত ট্রাক খাদে পড়ে আগুন ধরে গেছে। এতে ট্রাকের চালকসহ দুজন অগ্নিদগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে কাঠবোঝাই ট্রাকটি মানিকগঞ্জে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ট্রাকের চালক ময়মনসিংহের ভালুকার ইকবাল হোসেন ও তাঁর সহযোগী সুমন দগ্ধ হন। তাঁদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।