নরসিংদীতে জামায়াতের ‘স্বতন্ত্র’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
নরসিংদী পৌরসভায় মেয়র পদপ্রার্থী জামায়াতে ইসলামীর পৌর শাখার আমির জহিরুল ইসলাম মানিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। একই পৌরসভায় মেয়র পদে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
নরসিংদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র অসম্পূর্ণভাবে পূরণ করার কারণে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলাম ও পৌরসভার বাইরের দুই ভোটার সমর্থক হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যপদ থেকে পদত্যাগ না করায় মনোহরদী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মুন্নি আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাবিবুল্লাহ ভুঁইয়া একই ওয়ার্ডের অপর প্রার্থী মো. জাকারিয়াকে সমর্থন দিয়ে নিজের বৈধ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নরসিংদী পৌরসভায় মেয়র পদে ছয়জন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
মাধবদী পৌরসভায় মেয়র পদে দুজন, ১২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত চারটি মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী এবং মনোহরদী পৌরসভায় মেয়র পদে সাতজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ ও সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।