কাউন্সিলর পদপ্রার্থীর বাড়িতে হানা, ২৬ ভরি সোনা লুট
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী আবদুল খালেক মিলনের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়ে ২৬ ভরি সোনার অলংকার লুট করে নিয়ে গেছে। এ সময় মিলন ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা মিলন ১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়ারেছ আলী মিয়া বলেন, ডাকাতি নাকি ভোটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মিলনের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত আড়াইটার দিকে পাঁচ/ছয় মুখোশধারী দুর্বৃত্ত বাইরের দরজা ভেঙে মিলনের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা নিচতলায় মিলনের বাবা ও ভাইকে জিম্মি করে দোতলায় উঠে যায়। পরে মিলন ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালায়। এ সময় মিলনের মাথা ফেটে যায় এবং তাঁর স্ত্রী নাসরিনের হাত ভেঙে যায়। মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্বৃত্তরা বাড়ির দুটি ঘর থেকে ২৬ ভরি সোনার অলংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানায় পুলিশ।