কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজার কৃষি জমিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে কৃষি জমির মালিক, কৃষক ও এলাকার লোকজন অংশ নেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গোবরাতলা কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক ইলিয়াস আলী, কৃষক আবদুল বারী ও পলাশ আলী।
সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত বিজিবির ৫৯ ব্যাটালিয়ন স্থাপনের লক্ষ্যে হরিরামপুর মৌজায় ৭৫ বিঘা উৎপাদনশীল চার ফসলি জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে প্রতিবছর তিন হাজার মণ ধানসহ প্রচুর পরিমাণ আম উৎপাদন ব্যাহত হবে।
বক্তারা অকৃষি জমি অথবা কম উৎপাদনশীল জমি অধিগ্রহণের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।