পায়রাবন্দে রোকেয়ার প্রতি শ্রদ্ধা
নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তাঁর স্মরণে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে প্রশাসন। এর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ বুধবার সকালে রংপুর বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার কাজী হাসান আহমেদ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক তনিমা তাসমীন, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় মহিলা সংস্থা, আরডিআরএস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বেগম রোকেয়ার স্মৃতি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে পায়রাবন্দে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি। মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিবসটি প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে পালন করা হয়।