চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতাসহ আটক ৬৭
নাশকতা পরিকল্পনার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ৬৬ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, গতকাল রাতে জেলার পাঁচ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার (এসপি) বশির আহম্মেদ জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জামায়াত-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সাইদুরকে গ্রেপ্তার করা হয়। পরে টার্মিনালে তাঁর নিয়ন্ত্রিত স্থান থেকে পাঁচটি পেট্রলবোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়। সাইদুরের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।