চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর আপিল খারিজ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ খান সিনার মনোনয়ন আপিলেও বাতিল হয়েছে।
তবে জেলার চার পৌরসভা নির্বাচনে বাছাইয়ে বাতিল হওয়া ২০ জন কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে আপিল শুনানি শেষে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, এক মেয়র প্রার্থীসহ ২০ জন আপিল করেছিলেন।