ময়মনসিংহে মাইক্রোবাসে আগুন
ময়মনসিংহ শহরতলির রহমতপুর এলাকায় একটি মাইক্রোবাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়মনসিংহ-রহমতপুর বাইপাস সড়কের কাছে আজাহার সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা মালিক রইস উদ্দিন অল্পের জন্য বেঁচে যান।
রইস উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে গাড়ি চালু করার সাথে সাথে তাতে আগুন ধরে যায়। নাশকতা হয়েছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ছাড়া এদিন বিকেলে জেলার ফুলবাড়িয়া উপজেলার সুসুতী বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ শাখার ওয়ার হাউস ইন্সপেক্টর সাজেদুল কবীর এনটিভি অনলাইনকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।