নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নাটোর শহরে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সিকদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজুল নাটোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শহরের কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে সন্ধ্যায় মাদারের গানকে (স্থানীয় গানের আসর) কেন্দ্র করে সিরাজুলের ভাই শাহতাব সিকদারের সাথে স্থানীয় কিছু যুবকের বিরোধ হয়। খবর পেয়ে সিরাজুল সেখানে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) বাসুদেব বণিক এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী যেই হোক তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান হাসপাতালে ছুটে যান।