৪৬ বছরেও শাসকগোষ্ঠী আদিবাসীদের কথা ভাবেনি : সন্তু লারমা
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, বাংলাদেশ জন্ম লাভ করেছে ৪৬ বছর অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে শাসকগোষ্ঠী ও নীতিনির্ধারকরা ৩০ লাখ আদিবাসীর কথা কখনো ভাবেনি। ১৯৭২-এর সংবিধানে এই আদিবাসীদের অধিকারের স্বীকৃতি ও জীবনমান উন্নয়নের মর্যাদা দেওয়া হয়নি। তাই ক্ষমতাসীনরা বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখার কথা বললেও বাস্তবে তা নেই।
আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি হাইস্কুল মাঠে আদিবাসী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা তখন নিজেদের স্বার্থে ক্ষমতার ব্যবহার করে। আজকে আদিবাসীরা সব ক্ষেত্রে বঞ্চিত, শোষিত, নির্যাতিত ও অত্যাচারিত হচ্ছে। যে কারণে অনেকে নির্যাতিত হয়ে আপন ভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা আদিবাসী ফোরামের সভাপতি সুশীল কুমার মাহাতোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজ, জেলা আদিবাসী ফোরামের সহসভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ইসমাইল হোসেন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো প্রমুখ।