তরিকুলসহ বিএনপির ৬ জনের বাড়িতে ককটেল বিস্ফোরণ
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ছয় নেতাকর্মীর বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম জানান, দুর্বৃত্তরা তাঁদের ঘোপজেল রোড এলাকার বাসায় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তরিকুলের বাড়িতে হামলার পরপরই জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সহসম্পাদক মিজানুর রহমান খান, সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ছেলে বিপ্লব চৌধুরী, সহসভাপতি গোলাম রেজা দুলু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বাড়িতেও ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে আজ শুক্রবার সকালে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া তরিকুল ইসলামের বাড়ি পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন। তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।
বিএনপি নেতা তরিকুল ইসলাম প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশকে জানানো হলেও পুলিশ আসেনি। সকালে আবার পুলিশকে জানানো হলে ৯টার দিকে যশোর কোতোয়ালি থানার একজন এসআই ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন।