প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাডাঙ্গা এলাকায় আমেরিকা প্রবাসী ফিরোজ কবীরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা ২৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ওই বাড়ির সদস্যরা।
ফিরোজ কবীরের ভাগ্নে আবদুল্লাহ আল আজিম জানান, রাত আড়াইটার দিকে ১৫ জনের একটি ডাকাতদল বাইরের দরজা ভেঙে ফিরোজের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। পরে ফিরোজের মা ও দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও আসবাবপত্র ভেঙে ২৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ৬ ডিসেম্বর ওই ওয়ার্ডের নয়াগোলা এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মিলনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।