মন্দিরে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
দিনাজপুরের কাহারোলে জয়নন্দ দহচি গ্রামের নিলাহার পুকুরসংলগ্ন ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন নামহট্ট ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক সমস গৌর দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, সহসভাপতি পুষ্প নীলা শ্যাম প্রমুখ।
বক্তারা জয়নন্দ ইসকন নামহট্ট মন্দিরে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।