পিরোজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ. লীগের মেয়র পদপ্রার্থী নির্বাচিত!
পিরোজপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান মালেক তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান মানিক প্রার্থিতা প্রত্যাহার করায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার মালেককে মেয়র ঘোষণা করা হয়।
পিরোজপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পিরোজপুর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যথাক্রমে মিনারা বেগম ও হাফিজা আখতার খুশিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া জেলার অন্য আরেকটি পৌরসভা স্বরূপকাঠীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার নির্বাচনে কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ পৌরসভার নির্বাচনে প্রত্যেকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।