উড়ে গেল বাসের ছাদ, সহকারী নিহত
রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় ফুটওভার বিজ্রের মাঝের পিলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে গেছে। এতে বাসটির সহকারী নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গাজীপুর থেকে মতিঝিলগামী ছালছাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
নিহত সহকারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত এক যাত্রী জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানো ও আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।