খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীকে শোকজ
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৪ ঘণ্টার সময় দিয়ে আজ রোববার বিকেলে প্রার্থীর কাছে ওই শোকজ পাঠানো হয়।
এই বিষয়ে খাগড়াছড়ি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. এ টি এম কাউছার হোসেন সাংবাদিকদের জানান, প্রার্থী নির্দিষ্ট সময়সীমার আগে শহরে শোডাউন করেছেন যা আচরণবিধি লঙ্ঘনে পড়ে। বিষয়টি জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, বিভিন্ন জনের অভিযোগ এবং প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই শোকজ পাঠানো হয়।
এদিকে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের লোকজনের বিরুদ্ধে গণসংযোগে বাধা, হুমকি, নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেওয়ার লিখিত অভিযোগ করেছেন। খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা এ টি এম কাউছার হোসেনের কাছে তিনি এই অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বিএনপির প্রার্থী মিন্টু বলেন, ‘গণসংযোগ করার সময় রফিকুল আলমের লোকজন আমার গতিরোধ করে এলাকা ছাড়ার হুমকি দেন। কলেজ গেট এলাকায় আমার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছে।’