বাকৃবি অফিসার পরিষদের নির্বাচন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের নির্বাচন শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান।
এক বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম মাহবুবুর রশিদ গোলাপ। সহসভাপতি পদে সিড প্যাথলজি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুর হাসান, যুগ্ম সম্পাদক হিসাব শাখার ডেপুটি ট্রেজারার মো. শামসুল ইসলাম; দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো জিল্লুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো আনিছুর রহমান রিপন, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভিন ও কোষাধ্যক্ষ পদে আমানুদ্দৌলা চান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান, মো. আনিসুর রহমান, কাজী মো. মাহাবুবুল আলম, মো. আবদুল মান্নান, নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ৪০৬ জন ভোটারের মধ্যে ৩৯১ জন ভোট দেন। সন্ধ্যা ৭টায় ভোটের ফলাফল ঘোষণার কথা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. সারোয়ার জাহান।