টাঙ্গাইল ও গোপালপুরে দুই ‘বিদ্রোহীর’ প্রার্থিতা প্রত্যাহার
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল টাঙ্গাইল ও গোপালপুর পৌরসভায় মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী প্রার্থী’ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এঁরা হলেন টাঙ্গাইল পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ জাফর আহমেদ এবং গোপালপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আশরাফুজ্জামান আজাদ।
এ ছাড়া রোববার টাঙ্গাইল পৌরসভায় জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হক এবং গোপালপুর পৌরসভায় মেয়র পদপ্রার্থী মহাজোট সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জুলহাস উদ্দিনও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
জেলার আট পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। এর মধ্যে পাঁচটি পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে মোট ১৮ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এর মধ্যে সখীপুর পৌরসভায় দুজন, গোপালপুর পৌরসভায় তিনজন, মির্জাপুর পৌরসভায় চারজন, টাঙ্গাইল পৌরসভায় আটজন ও ধনবাড়ীতে একজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।
এসব পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।