মুন্সীগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশক্যাম্পের কাছে শেখরনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে ওই কার্যালয়ের আসবাপত্র ও দরজা-জানালা পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে।
ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শেখেরনগর বাজারের পুলিশক্যাম্প সংলগ্ন শেখরনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ ক্যাম্পের সদস্য ও বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিক বালি ও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজদিখান বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ঘটনাকে ন্যক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়নি বিএনপি।