খাগড়াছড়িতে আগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০ দোকান
খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে আগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০টি কাপড়ের দোকান। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি বাজারের নোয়াখালী মার্কেটে একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টার ব্যবধানে ৩০টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে পানছড়ি বাজারের দুটি পাম্প মেশিন দিয়ে এলাকাবাসী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে দাবি করছে মালিকপক্ষ।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জব্বার জানান, আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল্লার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু খাগড়াছড়ি থেকে পানছড়ি বাজারের দূরত্ব ৩০ কিলোমিটার হওয়ায় ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে পৌঁছার আগেই আগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানছড়ি বাজারের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে তাঁরা শীতের মালামাল দোকানে তুলেছেন। কিন্তু আগ্নিকাণ্ডে পুড়ে সব শেষ।
এ কারণে পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই বলেও জানান তাঁরা।
উল্লেখ্য, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর পানছড়ি উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের অনুমোদন দেয় সরকার। তবে জায়গা নির্ধারণ করতে না পারায় এখন পর্যন্ত এই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কার্যক্রম শুরু হয়নি।