ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে ধর্মীয় সভায় বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় ক্লাব রোডে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক তুষার মজুমদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার বাচ্চু, ইসকনের সাধারণ সম্পাদক রসবিনোদ দাস, বরিশাল ইসকনের পরিচালক বলরাম দাস। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।