নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁর পোরশা ও মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার পোরশার নিতপুরে ট্রাক্টরের নিচে পড়ে আবদুর রাজ্জাক (৪০) ও মান্দার কুসুম্বায় ট্রাকচাপায় লুৎফর রহমানের (৪৫) মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিতপুরে চলন্ত ট্রাক্টরের নিচে চাপা পড়ে ওই ট্রাক্টরের সহকারী রাজ্জাক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুলাডাংগা গ্রামের এরফাদ আলীর ছেলে।
এ ছাড়া নওগাঁ-রাজশাহী সড়কের কুসুম্বায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী লুৎফর। এ সময় দুজন আহত হন। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, লুৎফরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আবদালপুর গ্রামে।