লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা
তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন (৪১)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় শাহিনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম শাহীন এনটিভি অনলাইনকে বলেন, একটি পরিবারকে একঘরে রাখা এবং এ নিয়ে সালিস বৈঠকের তথ্য সংগ্রহ করতে তিনি মেঘারাম গ্রামে যান। সেখানে স্থানীয় দুই ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। প্রথমে লাঞ্ছিত করে, পরে তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল জানান, স্থানীয় লোকজন শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাঁর গলায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।