বিজয় দিবসেও প্রচার থেমে নেই সোনারগাঁওয়ের প্রার্থীদের
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। জেলার বিভিন্ন স্থানে লাখো মানুষ পালন করছেন বিভিন্ন কর্মসূচি।
থেমে নেই আসন্ন পৌরসভা নির্বাচনে পদপ্রার্থীরাও। বিজয় উৎসবের পাশাপাশি ভোটারদের কাছে টানতে প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা ঘুরে দেখা যায়, বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন সকাল থেকেই সোনারগাঁও জাদুঘর এলাকায় প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকার।
প্রচারের বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, তিনি স্নায়ু চাপে আছেন।
আর জেলা বিএনপির সভাপতি তৈমূর বলেন, যেকোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বী নয় নম্বর ওয়ার্ডের বৈদ্যেরবাজারে প্রচার চালান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে তাঁকে ভোট দেবেন।