নড়াইলে মার্চে সপ্তাহব্যাপী সুলতান মেলা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সপ্তাহব্যাপী ‘সুলতান মেলা-২০১৬’ শুরু হতে যাচ্ছে। আগামী বছরের ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গেছে বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে। গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কাওছার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, কাজী হাফিজুর রহমান প্রমুখ।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলায় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, কুস্তি, কাবাডি, ভলিবল, ঘোড়ার গাড়ির দৌড়সহ গ্রামীণ খেলাধুলার পাশাপাশি শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুলতান পদক দেওয়া হবে।