মানিকগঞ্জে ৩৩ জন আটক
মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় নেতা-কর্মীও আছেন।
গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর, সিংগাইর, সাটুরিয়া ও শিবালয় থানা পুলিশ তাঁদের আটক করে।
আটক বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মী হলেন মোবারক হোসেন (৪৫), সহিদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫), মো. রবিউল আওয়াল (৩৯), মো. সহিদুল ইসলাম (৫০) ও মো. শাহিন মণ্ডল (৩০)।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার সকালে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জেলায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সহিংসতা নিবারণে পুলিশ রাতে অভিযান চালায়। অভিযানে বিএনপি-জামায়াতের ছয় কর্মী ও সমর্থককে আটক করা হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন মামলা সংক্রান্ত আরো ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের পরিচয় উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।