নরসিংদীতে আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার না করায় এস এম কাইয়ুমকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায় এস এম কাইয়ুমকে জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক থেকে দলীয় নির্দেশ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এস এম কাইয়ুম। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন পৌরসভার বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, জি এম তালেব, বর্তমান মেয়র মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হীরু সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভেঙে প্রার্থী হওয়ায় কাইয়ূমকে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় প্রার্থীকে জয়ী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু আরও বলেন, ‘কাইয়ূম কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি প্রচার করলেও তা মিথ্যা।’ কেন্দ্রীয় ছাত্রলীগের কোন কমিটিতে কাইয়ূমের নাম নেই বলে তিনি দাবী করেন।
এই ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ূম বলেন, ‘ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে আছি। নেত্রীর মুক্তির আন্দোলনসহ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বারবার জীবন বাজি রেখেছি। নরসিংদী জেলায় সবচেয়ে বেশী নির্যাতিত আওয়ামী লীগ কর্মী আমি। বহিষ্কার করার এখতিয়ার একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ রাখে। জেলা আওয়ামী লীগের যারা বহিষ্কারের কথা বলছেন তাঁরা নব্য আওয়ামী লীগার। এ কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র সম্পর্কে তাঁদের ধারণা নেই। সেজন্যই এই অপপ্রচার। নরসিংদীর জনগণকে নিয়ে আমি দলের সঙ্গে ছিলাম আজীবন দলের সঙ্গেই থাকবো।