আটপাড়া উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি
তৃণমূল পর্যায়ে আরো বেশি সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগের কমিটি বিলুপ্ত করে মো. শেখ ইমরুল ইসলামকে সভাপতি, মো. রতন মিয়াকে সাধারণ সম্পাদক, মো. তৌহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের আটপাড়া উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা শ্রমিক দলের সভাপতি আদব আলী ও সাধারণ সম্পাদক মো. তারিফুর রহমান রিপন এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যরা হচ্ছেন জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তুল হোসেন, সহসভাপতি আইয়ুব খাঁ, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ কাঞ্চন মিয়া, দপ্তর সম্পাদক হিরণ মিয়া, প্রচার সম্পাদক ছোটন মিয়া প্রমুখ।
জেলা নেতাদের প্রত্যাশা, নবগঠিত কমিটি তাদের মেধা, মননশীলতা ও যোগ্যতা কাজে লাগিয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নে শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরো বেগবান করবেন।