রিকশা-পথচারীর ওপর ট্রাক, নিহত ৫
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাঘোপাড়ার চান্দু মিয়ার ছেলে শান্ত (৪৫), তাঁর বোন আফরোজা ও আফরোজার স্বামী নুরুল ইসলাম। অপর দুজন হলেন একই উপজেলার ঠেঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৭০) ও লয়া মিয়া (৬০)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এনটিভি অনলাইনকে বলেন, বগুড়া থেকে রংপুরগামী রডবোঝাই একটি ট্রাক বাঘোপাড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং আটজন আহত হন। নিহতরা সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। তাঁদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।