ভোটারদের মধ্যে গেঞ্জি বিতরণ, প্রার্থীকে জরিমানা
ভোটারদের মধ্যে গেঞ্জি বিতরণ করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনি মিন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন নির্বাচনী আচরণবিধি ১৭-এর ক এবং ৩১-এর ২ ধারা মোতাবেক এই রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনি মিন্টু আজ ভোটারদের মধ্যে প্রচারণার সময় গেঞ্জি বিতরণ করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই দণ্ড দেওয়া হয়। ওসমান গনি মিন্টু সাতক্ষীরা পৌরসভার বর্তমান কাউন্সিলর। তিনি ২ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।